আদমদিঘী, বগুড়া রবিবার রাত ১১:০০, ২৫ অক্টোবর, ২০২০
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিতে এগিয়ে এলেন ডাক্তার সঞ্জয় কুমার ঘোষ। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের সন্তোষ কুমার ঘোষের বড় ছেলে ও ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারি সার্জন।
রবিবার সকালে উপজেলার কুসুম্বী গ্রামে সন্তোষ বীথিকা ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছরের মতো এবারও তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। তবে এ বছর তিনি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সচিতা রাণী ঘোষ সেবা প্রদান করছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির সরকার বলেন, দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কার্যক্রম শুরু করেছেন। ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনে ১হাজার জনকে সেবা প্রদান করার উদ্যোগ নিয়েছেন তারা।
সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন ধরনের রোগীরা সেবা পাচ্ছেন।