ফ্রান্সে হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ
রায়হান জামান,কিশোরগঞ্জ বুধবার রাত ১১:৩৬, ২৮ অক্টোবর, ২০২০
ফ্রান্সে হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও ইসলাম ধর্মকে অবমাননার প্রতিবাদে কিশোরগঞ্জ,বাংলাদেশ এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে নবী প্রেমিক ছাত্রজনতা।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম,মাজহার আহম্মেদ,এমদাদুল মাহবুব, শফিক, উজ্জল, ফয়সাল আহম্মেদ প্রমূখ।
বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে। তারা বিশ্বশান্তির দূত হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।
পরে মুনাজাতের মাধ্যমে এ বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।