ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান
ইকবাল হাসান,নড়াইল বুধবার বিকেল ০৪:৩৭, ২৯ ডিসেম্বর, ২০২১
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হবার পর ভোটারসহ সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন।
সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া ইউনিয়নে আলহাজ¦ সৈয়দ বোরহান উদ্দিন (আনারস প্রতিক) ৩৬৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী নৌকা প্রতিকের নীনা ইয়াসমিন পেয়েছেন ২৩৮৪ ভোট।
নির্বাচিত হবার পর ২৭ ডিসেম্বর চেয়ারম্যান তার সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারসহ সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এমনকি নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন তার প্রতিদ্বন্দি প্রার্থীদের বাড়িতে গিয়েও শুভেচ্ছা বিনিময় করেন।
গ্রামবাসীরা ফুল ও টাকার মালা দিয়ে চেয়ারম্যানকে বরণ করে নেন। এসময় বিশিষ্ট সমাজসেবক কালু বিশ্বাসসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।