ঢাকা (দুপুর ২:৫৬) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


প্রেম ভালোবাসার জীবন : কবি তোফায়েল

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ০৯:৪৪, ৮ জুন, ২০১৯

প্রেম গলে যায় আঁখি মনের রসায়নে কবলিত
অনুভূতির খপ্পরে পড়ে নিশ পিশ চাপে,
ভালোবাসা লুকোচুরি করে দূরে থাকে যুদ্ধের
ময়দান হতে আগুনের উত্তাপে।

শরীর বেচারা নিরুপায় মনের হুকুম পালনে
শিকারে পরিণত হয়ে কষ্টের কর্ম করে,
দলিত মথিত আষ্টেপৃষ্টে সৃষ্টির মৌলিক ঝড়
তোলে শিশিরের মত ঝরে।

পৃথিবী সৃষ্টির শুরুতেই এহেন কর্ম করে মানব
চাষাবাদ চলমান,
বাঁধনে বন্ধন দুজনায় করে মোহনায় মিলনের
আয়োজন,চিরদিন ধারাবাহিক কলতান।

ভালোবাসা আঁখির বড়ঁশিতে নেশার অদৃশ্য
রশি দিয়ে হৃদয় শিকার করে,
জীবনের স্বভাব প্রাকৃতিক অভাবে পড়ে তার
নির্যাস প্রস্ফুটিত করে সঙ্গত ভাঙ্গনে মরে।

কি অপরুপ মানুষ অবাক ধরণী সবুজের কত
অবারিত হাসি সুন্দর,
মানব ফসল পেকে গেলে কেটে নেয় কাটুয়া
স্বজনের কাপে সাময়িক অন্তর।

মরমিয়ার কত স্বাদ আহ্লাদ আশা ভরসা প্রাপ্তির
দোলাছলে ভালো মন্দ দ্বন্ধ ছন্দের উদয়,
ভালোবাসা প্রেম মধুর সান্নধ্যি এনে দেয় যুগলে
হিংসা লোভ যুদ্ধ ঝগরা দখল কেড়ে নেয় সদয়।

জীবন জানে তার বিদায় হবে,কিন্তু মন আশার
ইচ্ছেরা ভুলিয়ে রাখে,
তাইতো পাপের কর্ম করে শয়তানের মিতালীতে
মোহ স্বার্থের চিত্র আঁকে।

চলছে সৃষ্টি হতে এসে জন্মের খেলায় মানুষের
প্রেম ভালোবাসার জীবন,
ভাঙ্গা গড়ার এই রহস্যের অাবর্তে ঘেরা সৃষ্টিরা
অজানা অবসানে হারায় ভুবন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT