ঢাকা (সন্ধ্যা ৬:০৫) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

প্রস্তাবিত পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যৌক্তক স্থান নির্বাচন দাবীতে নওগাঁয় মানববন্ধন

প্রস্তাবিত পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যৌক্তক স্থান নির্বাচন দাবীতে নওগাঁয় মানববন্ধন

<script>” title=”<script>


<script>

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধিঃ প্রস্তাবিত পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য যৌক্তক স্থান নির্বাচনের দাবীতে  নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ের সামনের সড়কে মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ নওগাঁ এর ব্যানারে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ এর আহবায়ক শফিকুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি  আব্দুল্লাহ আল হাদী তিতাস, সদর হাসপাতালের ডা: সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বিদ্যুৎ, মানবাধিকার কর্মী আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শীতল খান, যুগ্না সাধারন সম্পাদক আফসিন হোসেন তন্ময়, পৌর ছাত্রলীগের সাবে আহবায়ক আহসানুল হক শামীম, সদর ছাত্রলীগের সভাপতি বাহাদুর হোসেন, যুগ্না সাধারন সম্পদাক মিরাজুল ইসলামসহ প্রমুখ। এসময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ বাসীর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেয়।

সেই লক্ষ্যে প্রস্বাবিত বিশ্ববদ্যালয়টি নওগাঁয় অবস্থিত দিঘলী বিল (তালতলি) যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নওগাঁ বাসীর উদ্দেশ্যে ভাষন দিয়েছিলেন সেই স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জোর দাবি জানান। এছাড়াও যোগাযোগ ব্যাবস্থা, আবাসন ব্যবস্থা সহ সবদিক বিবেচনা করে প্রস্তাবিত পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য যৌক্তক স্থান নির্বাচনের দাবী জানান। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT