ঢাকা (ভোর ৫:২৩) বুধবার, ২২শে মে, ২০২৪ ইং

পুনরায় নির্বাচিত হলে মেঘনাকে স্নার্ট উপজেলায় রুপ দেবো : রতন শিকদার



জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হলে মেঘনা উপজেলাকে স্মার্ট উপজেলায় রুপ দেওয়ার কথা বলেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।

 

(৩০ এপ্রিল) মঙ্গলবার উপজেলার লুটেরচর ইউনিয়নের কান্দারগাঁও চৌরাস্তায় এক পথসভায় এ কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, আমি বিগত পাঁচ বছর আপনাদের সেবা দিয়েছি, এতে আমার ভুল ত্রুটি হতে পারে। আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভুল ত্রুটির দিক না তাকিয়ে আমাকে আরেকটি বার সুযোগ দিন। আপনারা ৮ মে নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে একটি করে মটর সাইকেল প্রতীকে ভোট দিবেন।

 

রতন শিকদার বলেন, আমি ন্যায়ের পক্ষে ছিলাম। কখনও অন্যায় করিনি। কারো উপকার না করতে পারলেও কারো ক্ষতি করিনি। আগামী দিনে সুযোগ পেলে আপনাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবো।

 

মটর সাইকেল প্রতীকের প্রার্থী আরও বলেন, মেঘনার লুটেরচর ইউনিয়নে শিল্পানঞ্চল হয়েছে। আগামী বছর চালু হবে এই ইকোনোমিক জোন, এখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। মেঘনার বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। দূর করা হবে বেকারত্ব সমস্যা।

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— গৌবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দিন মুন্সি তপন, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ শিকদার, আব্দুল খালেক মাষ্টার, লুটেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকবিল গাজী, মিলন মেম্বার, সরুজ মেম্বার, আব্দুল মালেক মোল্লা মেম্বার ও স্থানীয় কর্মী সমর্থকরা। পথ সভা সঞ্চালনা করেন মোহাম্মদ ডালিম।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT