ঢাকা (রাত ৯:১৬) বৃহস্পতিবার, ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পীরগাছায় ভাইয়ের হাতে ভাই খুনের আসামী র‌্যাবের হাতে আটক

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:৪৬, ১১ জুলাই, ২০২০

 পীরগাছা (রংপুর), প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের মূলহোতা এন্তাজ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-১৩’র কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার হাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে বাড়ি থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় রংপুরের মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম দেবু (আমডারা) গ্রামের আব্দুল জলিল মিয়ার বড় ছেলে এন্তাজ মিয়ার সঙ্গে ছোট ছেলে খলিল মিয়ার দীর্ঘদিন ধরে জমি-জমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে বড় ভাই এন্তাজ আলী ছোট ভাই খলিল মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT