ঢাকা (সকাল ৯:৪৭) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পীরগাছায় গোরস্থানের জন্য মাটি ভরাটের কাজ শুরু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার দুপুর ০১:০৫, ২৭ জুন, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সামাজিক কবরস্থানের জন্য মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রি ও পীরগাছার কৃতিসন্তান টিপু মুনশির আর্থিক সহায়তায় ওই কবরস্থানে মাটি ভরাটের কাজ হচ্ছে। প্রায় ১৮ শতক জমির মধ্যে এ কবরস্থানের জন্য মাটি ভরাটের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরও জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে বলেও তারা জানান । এ সম্পর্কে কবরস্থানে মাটি ভরাটের ঠিকাদারি কাজে নিয়োজিত ও বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সভাপতি তরুন কুমার রায় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রি জননেতা টিপু মুনশির আর্থিক অনুদানে মাছুয়াপাড়া হাজী সামাজিক কবরস্থানের জন্য মাটি ভরাটের কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কবরস্থানের জন্য জমি দান করার কারণ জানতে চাইলে জমিদাতা আব্দুল মমিন মিয়া বলেন, যাদের জমি নাই। তাদের দাবির প্রেক্ষিতে আমি জমি দান করি। এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দা ও সমাজসেবক মো. আজাদ আলী বলেন, আমাদের অনেক দিনের দাবির প্রেক্ষিতে সরকারি বরাদ্দে এ কবরস্থানের জন্য মাটি ভরাটের কাজ চলতেছে। উল্লেখ্য, অত্র এলাকায় ২৫০-৩০০ পরিবারের বসবাস। কবরস্থানটি সামাজিকভাবে নির্মাণ করা হলেও এতে বিভিন্ন এলাকার মানুষের অগ্রাধিকারভূক্ত থাকবে। পাশাপাশি যাদের জমি নাই। বেওয়ারিশ লাশ তাদের দাফনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কবরস্থান কমিটি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT