ঢাকা (সকাল ৮:৪৮) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে বিদ্যুৎকর্মী হামলার স্বীকার

পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে বিদ্যুৎকর্মী হামলার স্বীকার

আসাদ  খন্দকার, সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার, সাঘাটা,গাইবান্ধা Clock বৃহস্পতিবার দুপুর ০৩:১৪, ১১ মে, ২০২৩

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় পল্লী বিদ্যুৎতের বকেয়া বিল আদায় করতে গিয়ে হামলার স্বীকার হন মতিন কাজী নামের এক বিদ্যুৎ কর্মী । এতে আহত হন আরও তিন কর্মী। ঘটনাটি ঘটেছে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে। এ ঘটনায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিয়োগে জানা যায়, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিসের আওতাধীন বিদ্যুৎ বিভাগের একটি টিম বকেয়া বিল আদায়ের জন্য গত রবিবার উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামে যায়। সেখানে বকেয়া বিদ্যুৎ বিল আদায় কালে ঐ গ্রামের শহিদুলের পুত্র পল্লব এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মতিন কাজী নামে বিদ্যুৎ কর্মীর উপর হামলা করে। তাকে উদ্ধার করতে গেলে আরও তিন কর্মী আহত হন।

আহতদের কে উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত চার কর্মীর মধ্যে মতিন কাজীর অবস্থা আশংকা জনক। তাকে নিবির পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অপর তিন জন হলেন, আব্দুল আল মামুন, রতন মিয়া ও ওয়ালিউর রহমান। গতকাল বুধবার এ রিপোট লেখা পর্যন্ত আহত বিদ্যুৎ কর্মী মতিন কাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।

বোনারপাড়া পল্লী বিদ্যুতের এজিএম নাজির হোসাইন সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনর্চাজ রাজু সরকারের সঙ্গে কথা হলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT