নামধারী নয় পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের বর্ধিত সভা
মোঃ কামরুজ্জামান শনিবার রাত ১১:০৮, ১৬ নভেম্বর, ২০১৯
এহসান, দিনাজপুর প্রতিনিধি: কার্ডধারী আর নামধারী নয়, প্রকৃত পেশাদার সাংবাদিকদের ঐক্য গড়ার আহবান জানিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ। গতকাল শনিবার সকাল ১০ টায় পৌর শহরের চৌধুরী মোড়স্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে,প্রেসক্লাবের সাংগঠনিক কার্য্যক্রম ও ভবিষৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে,ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের বর্ধিত সভায় এই আহবান জানানো হয়। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ বলেন, বর্তমান সময়ে সব থেকে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে সাংবাদিকতা পেশা। প্রকৃত সাংবাদিকরা এখন ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে আর এর উপর চেপে বসেছে কতিপয় নামধারী ও কার্ডধারী সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তি। তারা বিভিন্ন ভাবে অনলাইন নিউজ পোর্টাল অথবা কোন একটি পত্রিকার পরিচয়পত্র, যে কোন উপায়ে সংগ্রহ করে, কোন বিশেষ ব্যক্তি বা মহলের তল্পীবাহক হয়ে চলছে। তাই বর্ধিত সভায় বক্তারা প্রকৃত পেশাদার সাংবাদিকদের ঐক্য গড়ে সাংবাদিক সমাজের শৃংখলা ফিরানোর আহবান জানান।
বর্ধিত সভায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকারী সদস্য জৈষ্ঠ সাংবাদিক দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক করতোয়া প্রতিনিধি সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী,কার্যকারী সদস্য জৈষ্ঠ সাংবাদিক দৈনিক যায়যায়দিন ও ৭১ টিভির প্রতিনিধি মোঃ রজব আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক দেশেরপত্র প্রতিনিধি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক উত্তরবঙ্গ প্রতিনিধি মিজানুর রহমান মিজান,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি নাজমুল হাসান রতন,সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক বর্তমান বাংলা প্রতিনিধি সৈয়দ হাসান মেহেদী রুবেল,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দিনাজপুরের কাগজ এর প্রতিনিধি মাহাবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি প্রভাষক শহিদুল ইসলাম। এসময় বর্ধিত সভায় প্রেসক্লাবের সদস্য এহসান প্লুটো, ফটো সাংবাদিক জাকির হোসেন, সদস্য সুমন সরকার,অনুপ কুমার দত্ত ও ইমরান হোসেন উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় পেশাগত মান-উন্নয়নে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।