ঢাকা (রাত ১১:০০) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নানা কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুর মুক্ত দিবস উদযাপিত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুর মুক্ত দিবস উদযাপিত

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বৃহস্পতিবার রাত ১০:০৭, ৮ ডিসেম্বর, ২০২২

নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক, বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শহীদ হারুন পার্কের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শহীদদের আত্মার শান্তি কমনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। আরো বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মোহাম্মদ আজাদ হীরা, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৮ ই ডিসেম্বর গৌরীপুর উপজেলা হানাদার মুক্ত হয়। এরপর থেকে প্রতিবছর এইদিনটি গৌরীপুর মুক্ত দিবস হিসাবে পালিত হয়ে আসছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT