ঢাকা (সন্ধ্যা ৬:৪৯) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

নাগরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ কিশোরের মৃত্যু



টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসি গ্রামের জুলু মিয়ার ছেলে মিনহাজ (১৩) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু বরণ করেছে।

বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল থেকেই মুশলধারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই সকালে মিনহাজ মাছ ধরতে শুনশী বিলে যায়। পরে আনুমানিক সকাল ১১ টার সময় জালালের ছেলে, সিফাত রাখে মিনহাজের খালি নৌকা ভাসছে দেখে, মিনহাজের বাড়িতে এসে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা,পানিতে প্রায় ৪০ মিনিট তল্লাশি করে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

এলাকা বাসীর কাছ থেকে জানা যায়, আনুমানিক সকাল ১০.৩০ টার সময় মিনহাজ  বাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে শুনশী রাখে যায়। সকাল আনুমানিক ১১ টার সময় খবর পেয়ে বাড়ির লোকজন বিলের ধারে গিয়ে দেখে নৌকা ভাসছে, পরে, আনুমানিক সকাল ১১.৪০ মিনিটের সময় পানির নিচ থেকে মিনহাজকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT