ঢাকা (রাত ১২:২৫) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে ভোক্তা অধিকার জরিমানা করল ১০ টি ব্যাবসা প্রতিষ্ঠান কে

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার ১২:২৯, ২০ নভেম্বর, ২০১৯

মো. শাকিল, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর বাজারের ১০ টি ব্যাবসায়ী কে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার জরিমানা করেছে। এ সকল দোকানীদের ১৯-১১-১৯ তারিখ সোমবার বিকেলে পন্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, পন্যের মূল্য, মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেয়ার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ সকল দোকানীদের মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন। এদের মধ্য নাগরপুর বাজারের ১০ প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার আইনের ৩৭,৩৮,৪৬ ধারায় এই জরিমানা করা হয়। এদের মধ্যে কসমেটিকস্, মিষ্টি ও পোল্ট্রি ব্যাবসা প্রতিষ্ঠান কে ২-১০ হাজার টাকা করে প্রত্যেক কে জরিমানা করে এই ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী বলেন, লবন নিয়ে দেশে যে গুজব ছড়িয়েছে আমরা সেই বিষয়ে অভিযোগ এর ভিত্তিতে নাগরপুরে অভিযান পরিচালনা করি। সরেজমিনে ঐ বাজারের বিভিন্ন লবন বিক্রিতা ও ক্রেতাদের সাথে কথা বলে জানাযায়, লবনের দাম বৃদ্ধি পায়নি। তবে মূল্যতালিকা, ওজনে কম দেয়া এবং পন্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ টি ব্যাবসা প্রতিষ্ঠান কে ২-১০ হাজার টাকা পর্যন্ত মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নাগরপুর থানা পুলিশের সদস্য, সাংবাদিক সহ বাজারের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT