ঢাকা (রাত ৮:০২) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নাগরপুরে ভোক্তা অধিকার জরিমানা করল ১০ টি ব্যাবসা প্রতিষ্ঠান কে



মো. শাকিল, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর বাজারের ১০ টি ব্যাবসায়ী কে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার জরিমানা করেছে। এ সকল দোকানীদের ১৯-১১-১৯ তারিখ সোমবার বিকেলে পন্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, পন্যের মূল্য, মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেয়ার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ সকল দোকানীদের মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন। এদের মধ্য নাগরপুর বাজারের ১০ প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার আইনের ৩৭,৩৮,৪৬ ধারায় এই জরিমানা করা হয়। এদের মধ্যে কসমেটিকস্, মিষ্টি ও পোল্ট্রি ব্যাবসা প্রতিষ্ঠান কে ২-১০ হাজার টাকা করে প্রত্যেক কে জরিমানা করে এই ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী বলেন, লবন নিয়ে দেশে যে গুজব ছড়িয়েছে আমরা সেই বিষয়ে অভিযোগ এর ভিত্তিতে নাগরপুরে অভিযান পরিচালনা করি। সরেজমিনে ঐ বাজারের বিভিন্ন লবন বিক্রিতা ও ক্রেতাদের সাথে কথা বলে জানাযায়, লবনের দাম বৃদ্ধি পায়নি। তবে মূল্যতালিকা, ওজনে কম দেয়া এবং পন্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ টি ব্যাবসা প্রতিষ্ঠান কে ২-১০ হাজার টাকা পর্যন্ত মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নাগরপুর থানা পুলিশের সদস্য, সাংবাদিক সহ বাজারের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT