নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আবু ইউসুফ,নওগাঁ শুক্রবার রাত ০২:৫৮, ৫ ফেব্রুয়ারী, ২০২১
নওগাঁর ধামইরহাটে দিঘীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহফুজার রহমান শয়ন (৯) ও আলিফ শেখ (১০) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা দিঘীতে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন-উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গথ ডারকা দিঘী গ্রামের আরিফ হোসেনের ছেলে মাহফুজার রহমান শয়ন, পার্শ্ববতী পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ছেলে আলিফ শেখ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে কয়েক জন শিশু বাড়ির পাশে ডারকা দিঘীতে গোসল করতে যায়। এক পর্যায়ে দিঘীতে মাছের খাবার দেওয়া একটি ড্রামে চড়ে দিঘীর মাঝখানে চলে যায় তারা। পরবর্তীতে ওই ড্রাম পানিতে ভর্তি হয়ে ডুবে গেলে শিশুরা পানিতে লাফ দেয়। অন্যরা দির্ঘীর পাড়ে আসতে পারলেও ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনই মারা যান।
এদিকে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,খবর পেয়ে আমিসহ পুলিশের একটি দল পরিদর্শন করে। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি এবং পত্নীতলা থানায় অপর একটি ইউডি মামলা দায়ের করা হবে।