নওগাঁয় তিনদিন ব্যাপী ১৬তম মানবাধিকার নাট্য উৎসবের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১০:০০, ২৪ অক্টোবর, ২০১৯
নওগাঁ প্রতিনিধিঃ “শুভ শক্তির সৃষ্টি হোক, অশুভ শক্তির বিনাশ হোক” এই স্লোগানে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সূচনাযাত্রা, আলোচনা সভা ও গুনীজন সম্মাননার মধ্যে দিয়ে নওগাঁয় তিনদিন ব্যাপী ১৬তম মানবাধিকার নাট্য উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। নাট্য উৎসবের শুভ উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্রে (আসক) ঢাকার নির্বাহী পরিচালক শীপা হাফিজা।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাওনেওয়াজ। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে বুধবার বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি সূচনাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন ও সালিশ কেন্দ্রে (ঢাকা) উপ-পরিচালক নীনা গোম্বামী, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দিন, জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ সরদার সালাউদ্দিন মিন্টু, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড স্কুলের অধ্যক্ষ শরিফুর রহমান সাকিব, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) কেন্দ্রীয় কমিটির এম,এ কাইয়ুম আহ্বায়ক, নওগাঁ সরকারী কলেজের সাবে অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, নওগাঁ আস্তানমোল্লা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মুর্ত্তজা রেজা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও নাট্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সেখানে নৃত্য ও নাটক অনুষ্ঠিত হয়।