ধর্মপাশায় দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে যুগান্তর স্বজন সমাবেশ
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) সোমবার বিকেল ০৫:০৯, ১ ফেব্রুয়ারী, ২০২১
দেশের অন্যতম পাঠক সমাদৃত পত্রিকা যুগান্তর ২২ বছরে পদার্পণ করল। ২০০০ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা যুগান্তর বাংলার সংবাদপত্র জগতে আধুনিকতার সূচনা করেছিল।
ক্ষুরধার লেখনী আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর পাঠকপ্রিয়তা যেমন পেয়েছে, তেমনি সৃষ্টি করেছে অনেক মেধাবী ও খ্যাতিমান সংবাদকর্মী। গণমানুষের কথা বলার অধিকার ও ন্যায্য দাবি পূরণে এবং বাংলাদেশকে সার্বিকভাবে এগিয়ে নিতে যুগান্তরের অবদান সব শ্রেণি-পেশার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশ এর উদ্যোগে সোমবার দুপুর আড়াইটার দিকে হাসপাতাল রোডস্থ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে দৈনিক যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশ এর সভাপতি কবি আনিসুল হক লিখন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসীর হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ধর্মপাশা সার্কেল এর ইন্সপেক্টর হানিফ সিকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ,ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম,দৈনিক প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ,ধর্মপাশা মাস্টার বাড়ি ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক গোলাম জিলানী, সাংবাদিক মোবারক হোসাইন প্রমুখ।