ঢাকা (সকাল ১১:১০) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় ডিএসকের হিয়া প্রকল্পের কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার রাত ১১:১৯, ২৮ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা ডিএসকের হিয়া প্রকল্পের কার্যক্রমের সমাপনী সভা সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডিএসকের হিয়া প্রকল্পের ধর্মপাশা কার্যালয় এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান এর সভাপতিত্বে প্রকল্প কর্মকর্তা জুয়েল এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, হিয়া প্রকল্পের প্রকল্প সহযোগী শাহজাহান কবীর প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, এ উপজেলাটি হাওরবেষ্ঠিত এখানে শিক্ষার হার শতকরা ৩৭ ভাগ। ২০১৭ সালের মে মাস থেকে শুরু করে এ উপজেলায় বাল্য বিবাহ রোধে বেসরকারি সংস্থা ডিএসকের হিয়া প্রকল্প টানা তিনবছর ধরে কাজ করেছে। ওই প্রকল্পটির কার্যক্রম চলমান থাকায় উপজেলা প্রশাসন এ উপজেলায় শতকরা ৯০ভাগ বাল্য বিয়ে বন্ধ করতে পেরেছে।

এ উপজেলাটিকে শতভাগ বাল্য বিবাহ মুক্ত করতে হলে হিয়া প্রকল্পটির মেয়াদ আরও দুই থেকে তিনবছর চলমান রাখার দাবি জানানো হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT