দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা শুক্রবার রাত ০৯:৩৯, ৭ আগস্ট, ২০২০
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি (৭২) আজ শুক্রবার (৭ আগষ্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
তিনি দেবহাটা উপজেলা পরিষদের পরপর ২ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নির্বাচিত দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। গত ঈদুল আযহার সময় থেকে আলহাজ্ব আব্দুল গনির শারীরিক অসুস্থতা দেখা দিলে ৪ আগষ্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে ইনফেনশন ও করোনার নমুনা পরীক্ষা করার পরে ৬ আগষ্ট করোনা পজিটিভ ধরা পড়ে এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
কর্মময় জীবনে আব্দুল গনি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আজ সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।