ঢাকা (রাত ১১:৪১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দুই মাসেও হয়নি উপাচার্য নিয়োগ, অভিভাবক শূন্য বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩৬, ১ আগস্ট, ২০১৯

গত ২৭ মে ৪ বছর মেয়াদ শেষ হওয়ার পর ৬৬ দিন ধরে উপাচার্য (একাডেমীক ও প্রশাসনিক এর সর্বোচ্চ পদ) শূন্য হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আর কোনো প্রো-ভিসি না থাকায় এখন পুরোপুরি অভিভাবক শূন্য বিশ্ববিদ্যালয়টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এসএম ইমামুল হক ৪ বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেন। গত ২৭ ই মে মেয়াদ শেষ হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০ ও ১১(ক) নং ধারায় বলা হয়েছে [ভাইস-চ্যান্সেলর পদ শূন্য হইলে,প্রো-ভাইস-চ্যান্সেলর দায়িত্ব পালন করিবেন] ও [প্রো-ভাইস-চ্যান্সেলর এর পদ শূন্য হইলে, ট্রেজারার প্রো-ভাইস-চ্যান্সেলর এর দায়িত্ব পালন করিবেন।]

প্রো-ভাইস-চ্যান্সেলর না থাকায় এবং ভাইচ চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ না হওয়া পর্যন্ত ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান রুটিন দায়িত্ব পালনের জন্য বলা হয়।
এতে বিশ্ববিদ্যালয় এ স্থবিরতা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ববি শিক্ষার্থীদের টানা ৩৫ দিন ভিসি বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবং নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় সেশন জটের আশঙ্কায় শিক্ষক এবং শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এর ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আ: রহমান মেঘনা নিউজ কে বলেন, বিশ্ববিদ্যালয় এর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় বান্ধব উপচার্য চান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT