ঢাকা (সকাল ৭:২৩) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে শোকজ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার দুপুর ০৩:৪১, ২৩ ডিসেম্বর, ২০২৩

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ২৪৯ নির্বাচনী এলাকার সিনিয়র সহকারী জজ মুক্তা রাণী।

 

এ সংক্রান্ত একটি অনুলিপি এ প্রতিবেদকের হাতে এসেছে।

চলতি মাসের ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে স্বশরীরে অথবা তার পক্ষে উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখা প্রদানের জন্য উপস্থিত থাকার কথা বলা হয়েছে এক আদেশে।

 

জানা যায়, মারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহানকে হুমকি দিলেন নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস’ শিরোনামে স্থানীয় দাউদকান্দি নিউজ. কমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এ সংবাদটি দৃষ্টিগোচর হয় কুমিল্লা- ২৪৯ নির্বাচনী এলাকার চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মুক্তা রাণীর।

এর পরিপ্রেক্ষিতে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে গতকাল(২২ ডিসেম্বর) বিকালে আদালত চলাকালীন সময়েে শোকজ করেছে নির্বাচনী আদালত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT