ঢাকা (রাত ৮:২৬) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে আম

লাইফস্টাইল ২১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪১, ২৮ জুন, ২০২২

আম হচ্ছে ফলের রাজা। আর সুস্বাদু এই ফল কম-বেশি সবাই ভালোবাসেন। কাঁচা থেকে পাকা আম সবই খাওয়া হয় আমাদের। সালাদ, আঁচার, জুস, আমসত্ত্ব, পুডিং, শরবত ও ডেসার্টসহ বিভিন্নভাবেই খাওয়া যায় এই ফলকে। পুষ্টিগুণে ভরপুর এই ফল শরীরের ভেতরের পাশাপাশি বাইরে রূপচর্চাতেও কার্যকর।

ত্বকে বয়সের ছাপ আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আম। এবার তাহলে রূপচর্চায় এর ব্যবহার সম্পর্কে জেনে নেয়া যাক—

আম ও ওটস: দুটো উপাদানই ত্বকের জন্য ভালো। ত্বকে ব্যবহারের জন্য প্রথমে আম টুকরো করে কেটে নিন। তাতে এবার তিন চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ কাঁচা দুধ মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণ হয়ে গেলে তা ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মতো রাখুন। মিশ্রণটি ত্বকের ওপর শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দু’দিন করে নিয়মিত প্যাকটি ব্যবহার করলে ত্বকের সব মৃত কোষ দূর হবে এবং ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা আবার ফিরে আসবে।

আম ও গোলাপজল: ত্বকের যত্নের ক্ষেত্রে গোলাপজল গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর সঙ্গে আম যোগ করলে আরও ভালো ফল পাওয়া যায়। এ জন্য প্রথমে একটি আম কেটে নিয়ে চটকে নিন। তারপর এতে মুলতানি মাটি, দু চামচ দই ও দু চামচ গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। একদিন পর পর সপ্তাহে তিন দিন ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT