ঢাকা (রাত ৯:২৬) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


তফসিলকে স্বাগত জানিয়ে গৌরীপুরে আ.লীগের আনন্দ মিছিল

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৩৩, ১৬ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

 

বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তফসিল ঘোষণা করেন।

 

এদিকে তফসিল ঘোষণার পর গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আনন্দ মিছিল বের করে দলীয় নেতা-কর্মীরা।

 

কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত কুমার মোদক, সাবেক সদস্য খসরুজ্জামান বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, মোস্তাকিম, নূরুল ইসলাম, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহীন প্রমুখ।

এছাড়াও তফসিলকে স্বাগত জানিয়ে পৌর শহরে গৌরীপুর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আনন্দ মিছিল করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT