ঢাকা (সকাল ৮:৩২) মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার সন্ধ্যা ০৬:৪১, ১৪ মার্চ, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর গ্রামে রোববার (১৪মার্চ) দুপুরে নিজ বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে হাকিয়া আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দয়ালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে হাকিয়া আক্তার রোববার বেলা দুইটার দিকে নিজ বাড়ির উঠানে একাকী খেলাধূলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে সে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে গিয়ে তলিয়ে যায়। খোঁজাখুজি করে ওই শিশুটির মা লুছা বেগম ওইদিন বিকেল পৌনে তিনটার দিকে ওই ডোবা থেকে মৃত অবস্থায় তার মেয়েকে উদ্ধার করেন।

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদেকুর রহমান এই শিশুটির মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT