ঠাকুরগাঁও -২ আসনে নৌকার গণসংযোগে গণজোয়ার
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ০৯:৪২, ১ অক্টোবর, ২০১৮
মো ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সরেজমিনে গিয়ে দেখা গেছে ঠাকুরগাঁও -২ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ, এ কে এম শামীম ফেরদৌস টগর, ঠাকুরগাঁও -২ আসনের নির্বাচনী এলাকা আটঘরিয়া, মহারাজা, ধীর গঞ্জ, বটতলী, হরিপুর, কাউন্সিল, চেকপোস্ট, ৬নং কাশিপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে মাইক্রোবাসের বহর নিয়ে প্রায় শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কা ভোট চেয়ে গণসংযোগ করেন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত। এবং বিভিন্ন এলাকায় পথসভা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ কে এম শামীম ফেরদৌস টগর বলেন দলের স্বার্থে দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে সাধারন জনগনের কাছে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সাধারণ জনগণের কাছে তুলে ধরছি।
পদ্মা সেতু নির্মাণ,বঙ্গবন্ধু স্যাটেলাইট, বয়স্ক ভাতা, গ্রামীণ রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, হরিপুর, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, সহ সারা দেশব্যাপী বিদ্যুৎ উন্নয়ন, অনলাইনে সেবা প্রদান।
এখনো অনেক উন্নয়নমূলক কাজ চলতেছে এসবই সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারা। আমাদের দেশ উন্নয়নের দেশ, অগ্রগতির দেশ।
আমাদের দেশ বিশ্বের কাছে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে প্রধানমন্ত্রী সে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ বলেন বিদেশীরা আমাদের দেশ থেকে কাপড় নিয়ে যাচ্ছে।
আমাদের এলাকার ছেলে মেয়েরা ঢাকায় যাচ্ছে গার্মেন্টসে কাজ করছে আয় করছে ভালোভাবে চলতেছে।
তাই আমরা সবাই এক হয়ে গণসংযোগের মাধ্যমে একসাথে কাজ করতে চাই এবং আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন এ আহ্বান জানান তিনি স্থানীয় এলাকাবাসীর কাছে। পরবর্তীতে মুন্না টুলি এলাকায় কবির গান অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বেস্ট অফ অনার অতিথি হিসাবে উপস্থিত হয়ে হাজার হাজার দর্শকের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ, এ কে এম শামীম ফেরদৌস (টগর) সেখানেও তিনি বলেন আপনারা সবাই আগামি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিবেন। স্থানীয় এলাকাবাসী তহিদুল ,আকমল ,আব্দুল মজিদ, আশেপাশের সাধারণ মানুষ জানান আমরা পরিবর্তন চাই এবং নতুন মুখ দেখতে চাই নতুনত্ব চাই।