ঢাকা (সন্ধ্যা ৬:৩৬) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁও সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করার লক্ষ্যে অবহিতকরন সভা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার দুপুর ০৩:২১, ৪ জুলাই, ২০১৯

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা মাদকমুক্ত করার লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আকচা ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
 বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জি, সদর থানার অফিসার ইনচাজ আশিকুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
বক্তারা জানান, সরকার দেশের বেশ কিছু ইউনিয়ন মাদকমুক্ত ঘোষনা করবে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলা মাদকমুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। মাদকমুক্ত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ উপজেলা মাদকমুক্ত ঘোষনা দেবেন। এই লক্ষ্যে জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন কাজ করছে। আকচা ইউনিয়ন মাদকমুক্ত ঘোষনার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সদর উপজেলা মাদকমুক্ত ঘোষনার কাজ শুরু হলো বলে জানান প্রধান অতিথি।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT