ঢাকা (রাত ২:৫৭) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৪৫, ২৮ মে, ২০১৯

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ৪০৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইসলামী ব্যাংক।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে জেলার ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪০৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দীন আল আজাদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন। এছাড়াও বক্তব্য দেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখার এ্যাসিসেন্ট অফিসার নাজমুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখার শাখা প্রধান ও এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় শেষে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী শিক্ষার্থী ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪০৯ জনের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে অতিথিরা।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT