ঢাকা (সকাল ৭:৩৬) বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আহত নার্সের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৮:২৬, ২৭ জুন, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায়  ছুরিকাঘাতে আহত তানজিনা আক্তার সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ঠাকুরগাঁওয়ের গ্রামীণ চক্ষু হাসপাতালের সেবিকা তানজিনা। তার বাড়ি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ায়।
গত ২০ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তানজিনা। এসময় জীবন ধারালো অস্ত্র দিয়ে তানজিনাকে পিঠে, বুকে ও হাতে এলোপাথাড়ি কোঁপায়।  এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পর দিন রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তানজিনার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উক্ত্যক্ত করতো। ভুক্তভোগী স্কুলগামী ছাত্রীরা আমার মেয়েকে অভিযোগ দেয়। আমার মেয়ে জীবনকে শাসন করে। এরই জের ধরে জীবন আমার মেয়েকে এলোপাথাড়ি  ছুরিকাঘাত করে।
ঠাকুরগাঁও থানার ওসি আশিকুর রহমান বলেন, তানজিনাকে ছরিকাঘাত করার ঘটনার দিনেই  অভিযুক্ত জীবনকে গ্রেফতার করা হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT