ঢাকা (রাত ৮:৫৯) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে বিআইএস’র দিনব্যাপি মাতৃভাষা দিবস উদযাপন



মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের অকুতোভয় শহীদ প্রতি শ্রদ্ধাজ্ঞলি জানিয়েছে ব্রিটিশ ইন্টারশ্যালনাল স্কুল ঠাকুরগাঁও।

বুধবার প্রভাতফেরির মধ্য দিয়ে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারিরা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে বিআইএস ক্যাম্পাসে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অব:) ছালেহ উদ্দিন আহমেদ বলেন, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমরা চিরঋণী। ভাষা শহীদদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে হবে।

এ সময় চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রিন্সিপাল।

অভিভাবকদের উপস্থিতিতে পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT