ঢাকা (সন্ধ্যা ৬:২১) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:৫৪, ২ জুলাই, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে ঔষধ ব্যবসায়ী রেজাউল করিম রিজু (৩৮) ফ্যান এর হুকের সাথে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২ জুন) আনুমানিক দুপুর ২ টায় ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
তিনি দীর্ঘদিন থেকে সরকারপাড়ার সেবা ক্লিনিক এর বিপরীত দিকে জয়নাল আবেদিন এর বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে, সোমবার রাত আনুমানিক ৮ টা থেকে ১০ টায় রাতের খাবার খেয়ে সরকার পাড়ার ভাড়া বাসায় আসেন। পরের মঙ্গলবার সকালে রেজাউল করিম রিজু’র মা তাকে ডাকতে আসলে তার কোনরকম সাড়া না পেয়ে ফিরে যান তিনি।
পরে দুপুর ২টার দিকে রেজাউল করিম রিজু’র বোন এসে তার বাসার তালা খুলে দেখে তার ভাই ঘরের ফ্যান এর হুকের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তার চিৎকার-চেঁচামেচিতে আশে পাশের প্রতিবেশিরা ছুটে আসেন।
স্থানীয়রা ঠাকুরগাঁও সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঝুলন্ত লাশকে নিচে নামায়। আরও জানা যায়, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে অবস্থিত বালিয়াডাঙ্গীর ফার্মেসীর মালিক ছিলেন তিনি। তিনি দীর্ঘদিন থেকে এই ফার্মেসীর দোকান করে আসছিলেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT