ঠাকুরগাঁওয়ের বিথী আক্তার বাঁচতে চায়- প্রধানমন্ত্রীর সহায়তা কামনা
আরিফুল ইসলাম রবিবার দুপুর ০৩:২৬, ১৩ মে, ২০১৮
চার সন্তানের জননী বিথী আক্তার প্রাণঘাতি Scleroderma (স্ক্লেরোডার্মা ) রোগে আক্রান্ত। অনেক দিন থেকেই এই রোগে আক্রান্ত বিথী আক্তার। তার স্বামী বিজিবি’র অবসরপ্রাপ্ত আব্দুর সালাম স্ত্রীর চিকিৎসা ব্যয় বহনে পেনশনের ১০ লক্ষ টাকা ইতিমধ্যে খরচ করেছেন। এখন নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। বিথী আক্তার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালান্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামের বিজিবি’র অবসরপ্রাপ্ত আব্দুস সালামের স্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর মেয়ে। কিছুদিন রংপুর, ঢাকা পি.জি হাসপাতাল, বঙ্গবন্ধু হাসপাতালসহ ভারতের ভেলোর হাসপাতালে বিথীর চিকিৎসা চলে। কিন্তু টাকার অভাবে তাকে বাড়ি ফিরিয়ে আনে তার পরিবার ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন। এ দিকে অর্থাভাবে জীবন প্রদীপ নিভে যেতে বসেছে চার সন্তানের জননী বিথী আক্তারের। ডাক্তার ডাঃ আতিকুর রহমান ও ডাঃ তোজাম্মেল হক বলেছেন, এই রোগটি প্রাণঘাতি Scleroderma (স্ক্লেরোডার্মা ) যা লাখে একটি মানুষের হয়ে থাকে। তাই দ্রুত চিকিৎসার প্রয়োজন। তার চিকিৎসার জন্য প্রায় ২৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই ব্যয় বহনের সামর্থ্য নেই বিথী আক্তারের স্বামী আব্দুস সালামের। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ডুঁকড়ে ডুঁকড়ে কাঁদছে তার পরিবার। স্ত্রীকে বাঁচাতে তাঁর স্বামী আব্দুস সালাম সাহার্য্যরে আবেদন জানিয়েছেন সবার কাছে। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে পত্রিকার মাধ্যমে আকুল আবেদন করেন, প্রধানমন্ত্রী যেন তার স্ত্রী চিকিৎসার জন্য সহায়তা করেন। প্রধানমন্ত্রী সহায়তা না করলে তার সহধর্মীনীর কয়েকদিনের মধ্যেই জীবন প্রদীপ নিভে যাবে। বিথীর স্বামী ও তাঁর ২ ছেলে ও ২ মেয়ে দেশের বিত্তশালী মানুষদের কাছেও আবেদন করেছেন। বিত্তশালীরা যেন বিথীর চিকিৎসার জন্য অর্থনৈতিক সহায়তায় এগিয়ে আসে। সবার সহযোগিতা পেলে বিথীর চিকিৎসা করানো সম্ভব হবে। তা না হলে, অর্থের অভাবে জীবন প্রদীপ নিভে যাবে বিথীর। সাহায্য পাঠানোর ঠিকানা- আব্দুস সালাম, সঞ্চয়ী হিসাব নং- ৯০১৭, ইসলামী ব্যাংক, ঠাকুরগাঁও শাখা, মোবাইল: ০১৯১৬৬৩৬৬৬৭ এবং সরাসরি এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।