ঢাকা (সকাল ৬:২৬) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঝড়ে গা‌ছের ডাল প‌ড়ে মি‌স্ত্রির মৃত‌্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ০৯:০৯, ১৫ মে, ২০২১

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে গা‌ছের ডাল প‌ড়ে সোহরাব মন্ডল (৫৬) না‌মে এক বো‌রিং মি‌স্ত্রির মৃত‌্যু হ‌য়ে‌ছে।ঘটনাটি ঘ‌টেছে, শ‌নিবার (১৫ মে) সকাল ৯টার দি‌কে পৌর শহ‌রের গরুহা‌টি এলাকায়। ‌তি‌নি সিরাজগঞ্জ জেলার কা‌জিপুর থানার সোনামুখী গ্রা‌মের মৃত ভাজন মন্ড‌লের পুত্র।

জানা গে‌ছে, পৌরসভার পা‌নি ও স‌্যা‌নি‌টেশন প্রক‌ল্পের বো‌রিং মি‌স্ত্রি সোহরাব মন্ডলসহ ক‌য়েকজন শ্রমিক কা‌জের সুবা‌দে মাস খা‌নেক ধ‌রে গরু হা‌টি‌তে তাবু টা‌নি‌য়ে অবস্থান কর‌ছি‌লেন। শ‌নিবার সকাল ৯টার দি‌কে তি‌নি ওই তাবুর নি‌চে ভাত খাচ্ছিলেন। এসময় আক‌স্মিক ঝড়ে এক‌টি ইউ‌ক্লিপ্টার্স গা‌ছের বড় ডাল এ‌সে সোহরাব মন্ডল‌কে চাপা দেয়। প‌রে দ্রুত তার সহকর্মীরা উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. মাঈদুল ইসলাম ব‌লেন, হাসপাতা‌লে নেয়ার আ‌গেই তার মৃত‌্যু হ‌য়ে‌ছে।

উ‌লিপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) রুহুল আ‌মিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT