ঢাকা (ভোর ৫:২৯) সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জেনে নিন মশা তাড়ানোর উপায়

লাইফস্টাইল ২২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৫৬, ২৩ আগস্ট, ২০২২

ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্ষার এই সময়টায় মশা থেকে খানিকটা বাড়তি সাবধান থাকার বিকল্প নেই। বারান্দা বা আঙিনা সবসময় পরিষ্কার রাখবেন। ভাঙা টব বা কোনও পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। পাশাপাশি কিছু ঘরোয়া টিপস অনুসরণ করতে পারেন মশার উপদ্রব কমাতে।

ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়া গন্ধে মশা দূর হবে। চাইলে কয়েক টুকরো কর্পূর জ্বালিয়ে নিতে পারেন। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়বে শক্তিশালী গন্ধ।

মশার লার্ভার বেড়ে ওঠা থামাতে সক্ষম কফির গুঁড়া। তাই বাগানে কফির গুঁড়া ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়।

কিছু গাছ আছে যা ঘরে রাখলে মশার উপদ্রব কমে। তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার, গাঁদা গাছ রাখতে পারেন ঘরের আঙিনায় বা ঘরের ভেতর।

লেমনগ্রাস অয়েল ত্বকে লাগালে মশা কামড়াবে না।

রসুনের রস মিশ্রিত পানি বাগানে স্প্রে করে দিলে মশার উপদ্রব কমবে।

নিমের তেল ত্বকে ম্যাসাজ করলে ৩ ঘণ্টা পর্যন্ত মশা বসে না। আবার নিম পাতা জ্বালানো ধোঁয়া ছড়িয়ে পড়লে মশার আনাগোনা কমে অনেকটাই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT