ঢাকা (সকাল ৭:৪২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জেনে নিন ব্ল্যাকহেডস দূর করার উপায়

লাইফস্টাইল ২২০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৩২, ৯ আগস্ট, ২০২২

যেকোনো ত্বকে মৃত ত্বকের কোষ, সিবাম ও ময়লা ত্বকের ছিদ্রগুলোকে আটকে থেকে তৈরি হয় ব্ল্যাকহেডস। সাধারণত নাকের দুপাশে, কপালে, গালে, চিবুকে ছোট ছোট কালো ব্ল্যাকহেডস দেখা দিয়ে থাকে। এতে মুখের সৌন্দর্য কিছুটা হলেও বিবর্ণ হয়।

ব্ল্যাকহেডস দূর করার জন্য স্ট্রিপ লাগিয়ে অনেকে মুক্তি পেতে চান। এতে কোনো সমাধান পাওয়া যায় না। অস্বস্তি কাটাতে স্ট্রিপ ব্যবহার করলে ব্যথা লাগে ও দাগ হবার সম্ভাবনা তৈরি হয়। এ কারণে কোনো প্রসাধনী বা পণ্য ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতেই ব্ল্যাকহেডস দূর করা যেতে পারে।

ব্ল্যাকহেডস ছাড়াও হোয়াইটহেডসও দোসর হয়ে থাকে। ত্বকের ছিদ্রগুলো বন্ধ রাখায় ত্বকে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এসব দূর করাও সময় সাপেক্ষ। তারপরও কষ্ট কর হোয়াইটহেডস থেকে মুক্তির আশা রয়েছে।

নারকেল তেল ও কফির ফেসপ্যাক: ঘরোয়া পদ্ধতিতেই ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করা সম্ভব। এ জন্য প্রথমে একটি পাত্রে এক কাপ নারকেল তেল নিয়ে তাতে আধ কাপ কফি গুঁড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে স্ক্রাবার করে নিন। তারপর পেস্টটি মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। বৃত্তাকারভাবে ম্যাসাজ করতে থাকুন কিছুক্ষণ। এভাবে ৮ থেকে ১০ মিনিট করার পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ওটস ফেসপ্যাক: এই প্যাকটিও দুই প্রকারের হেডসই দূর করতে উপকারী। এর আলাদা উপকারিতাও রয়েছে। নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বক কাচের মতো ঝকঝকে পরিষ্কার হয়। ফেসপ্যাকটি বানাতে প্রথমে একটি পাত্রে এক তৃতীয়াংশ ওটমিল গুঁড়ো নিন। সঙ্গে ২ চা চামচ দই ও ২ চা চামচ অলিভ অয়েল নিয়ে প্যাক বানিয়ে নিন। তারপর মুখ, ঘারে, নাকের উপর ভালো বৃত্তাকার গতিতে ম্যাসাজ করতে থাকুন। ৩ থেকে ৫ মিনিট স্ক্রাব করার পর দশ মিনিটের মতো অপেক্ষা করুন। এখন হালকা উষ্ণ পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।

মধু: মধু হচ্ছে সেরা উপকরণ। ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস দূর করার জন্য প্রথমে একটি কটন প্যাডে মধু নিন। তারপর সেই প্যাড ত্বকের হেডসে প্রায় ২০ মিনিটের মতো প্রলেপ করুন। এরপর ক্লিনজার দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন মুখ। দিনে অন্তত একবার করে নিয়মিত ব্যবহার করতে পারেন। এ জন্য মধুর সঙ্গে অন্য কোনো উপকরণ মেশানোর প্রয়োজন নেই। আর মধুর ব্যবহারে ত্বক পরিষ্কার ও দাগহীন মসৃণ হয়ে উঠে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT