ঢাকা (ভোর ৫:৫২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জন্ম নিল জোড়া লাগা যমজ শিশু; চিকিৎসা নিয়ে দুচিন্তায় মা-বাবা

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock শনিবার রাত ১০:২৬, ২ অক্টোবর, ২০২১

নওগাঁর পোরশায় পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। আজ (শনিবার ) দুপুর ১টার দিকে উপজেলার সারাইগাছী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা ওই যমজ শিশুর জন্ম হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোড়া লাগা যমজ মেয়ে নবজাতকের মায়ের নাম ফিরোজা বেগম। তিনি উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। তার অস্ত্রোপচার করা হয় স্থানীয় সারাইগাছি বাজারের বেসরকারি ইসলামিয়া ল্যাব এন্ড হাসপাতালে। তার অস্ত্রোপচার করেন হাসপাতালের চিকিৎসক ডা. নূর মোহাম্মদ।

হাসপাতালটির পরিচালক মোহাম্মদ নুরনবী জানান, পোরশা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ফিরোজাকে গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১০টায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ (শনিবার) দুপুরে অস্ত্রোপচার করেন ডা. নুর মোহাম্মদ। অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে জোড়া যমজ কন্যা শিশুর জন্ম দেন ফিরোজা বেগম।

জন্মের পর শিশু দুটি ভালোই ছিল। যেহেতু যমজ শিশুর জন্ম হয়েছে। যার কারনে উন্নত চিকিৎসার প্রয়োজন। নওগাঁয় জোড়া লাগা শিশুর চিকিৎসার ব্যবস্থা নেই। যার জন্য বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসক নূর মোহাম্মদ জানান, বাংলাদেশে জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসা খুবই ব্যয়বহুল। আমাদের এখানে যমজ শিশুর জন্য চিকিৎসার কোন ব্যবস্থা নেই। যেহেতেু জোড়ালাগা যমজ শিশু জন্ম নিয়ছে। জন্মের পর শিশু দুটি যাতে ভালো চিকিৎসা পায় ও সুস্থ থাকে তার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যমজ নবজাতকের বাবা জাহাঙ্গীর আলম জানান, আমি পেশায় একজন ক্ষুদ্র কৃষক। নিজের সামান্য কিছু জমি ও অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনো রকম সংসার চালায়। জোড়ালাগা যমজ শিশুর বাবা হলাম। শিশু দুটি ভালোই আছে। তবে উন্নত চিকিৎসার আশায় রাজশাহীতে নিয়ে যাচ্ছি। সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি সেখানে দেখা যাক কতটুকু চিকিৎসা ও শিশু দুটিকে সুস্থ রাখতে ডাক্তাররা কি বলেন বা পরামর্শ দেয় তার কারনেই রাজশাহীতে যাচ্ছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT