‘ছেলে ধরা ও গলাকাটা’ গুজব প্রতিরোধে শিবপুর মডেল থানার নানান আয়োজন
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ০২:০৩, ২৭ জুলাই, ২০১৯
শিবপুর, নরসিংদী প্রতিনিধিঃ ছেলেধরা’ গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক সভা সেমিনার, মাইকিং ও লিফলেট বিতরণ করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
গতকাল ২৫ জুলাই বৃহস্পতিবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান শিবপুর উপজেলার নোয়াদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় ও শিবপুর পাইট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর আলহাজ্ব আলম ভূইয়া রাখিল।
এ সময় গুজবে কান না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহভাজন কিছু হলে পুলিশ কে জানানোর অনুরোধ জানান তাঁরা।
তাছাড়াও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান উপজেলার পথে-ঘাটে হাটে-বাজারে স্কুল-কলেজ-মাদ্রাসায় গুজব প্রতিরোধে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।