ঢাকা (ভোর ৫:২৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

খ্যাতিমান ইসলামি বক্তা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন

মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী
মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০১:৪৩, ১২ জুন, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ দেশজুড়ে আলোচিত ও বিখ্যাত ইসলামী বক্তা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসাইন ভৈরবী ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, মৃত মাওলানা তোফাজ্জল হোসাইন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মরহুম হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী’র ছোট ভাই মাসুম হোসাইন মেঘনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবরে তাঁর ভক্ত ও গুণগ্রাহীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর (বীরশ্রেষ্ঠ মতিউর নগর) গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ভৈরবে সুদীর্ঘকাল যাবৎ বসবাস করায় তিনি তোফাজ্জল হোসেন ভৈরবী নামে খ্যাত হন।

ইন্তেকালের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছেয়ে গেছে শোকের ছায়ায়।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT