ঢাকা (বিকাল ৩:৪৩) বুধবার, ১৫ই মে, ২০২৪ ইং

চুয়াডাঙ্গা সদর থানায় জীবাণুমুক্ত করণ টানেলের উদ্বোধন করলেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম



মো: জহিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বৈশ্বিক সংকট করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ( ৩জুন বুধবার) চুয়াডাঙ্গা সদর থানায় জীবাণুমুক্ত করণ টানেলের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা সদর থানায় সেবা প্রত্যাশীদের প্রাথমিকভাবে জীবাণুমুক্তকরণ কক্ষের মধ্যে দিয়ে থানায় প্রবেশের পথ নির্বিঘ্ন উন্মোচনের জন্য তথা জনগণের সেবা নিরবচ্ছিন্ন করবার জন্য চুয়াডাঙ্গা সদর থানার গেটে একটি জীবাণুমুক্তকরণ কক্ষ বা ডিজ-ইনফেকশন টানেল স্থাপন করেন। আজ দুপুর সাড়ে বারোটার সময় সেবা প্রত্যাশীদের নিয়ে উদ্বোধন করেন। থানা এলাকার সেবা প্রত্যাশী নাগরিকবৃন্দ কে নির্দ্বিধায়, নির্বিঘ্নে সেবা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা সদর থানার ইনচার্জসহ আরো অনেকে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT