ঢাকা (দুপুর ১২:১৮) বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ লক্ষ টাকার হেরোইন উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ১০:৩৬, ২ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে মালিকবিহিন ৭৯০ গ্রাম হোরাইন উদ্ধার করে বিজিবি-৫৯।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা শুক্রবার রাত পৌণে ১২টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টায় সোনামসজিদ বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১১ লক্ষ টাকা মূল্যের মালিকবিহীন ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে অপর এক অভিযানে ব্যাটালিয়নের চকপাড়া সীমান্ত এলাকায় একই দিন রাত সোয়া ২টায় চকপাড়া বিওপির নায়েব সুদবদার মো. রেনু মিয়ার নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে শান্তির মোড় নদীর কিনারায় অভিযান পরিচালনা করে ৪ লক্ষ ৮০ হাজার টাকার ২৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বরে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT