ঢাকা (রাত ২:৪৭) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জণের ঘোষণা আওয়ামী লীগ প্রার্থীর

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার দুপুর ০৩:০২, ৫ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ এনে ভোট শুরুর তিন ঘণ্টা পর বেলা ১১টায় ভোট বর্জণ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহা. জাকারিয়া।

বুধবার (০৫ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বিএনপি জামায়াত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে তিনি নৌকা প্রতীকের এজেন্টদের জোর করে বের করে দেয়ার অভিযোগ করেন।

মুঠোফোনে মোহা. জাকারিয়া বলেন, ভোট শুরুর পর থেকেই আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত বাড়ি থেকে কোথাও বের হতে পারিনি। ০১ ০৯ নং ওয়ার্ডছাড়া বাকি সব ওয়ার্ডে আমার নৌকা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া হয়েছে।

আর তাই আমি নিজে স্বজ্ঞানে এই ভোট বর্জণের ঘোষণা দিলাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT