ঢাকা (দুপুর ১:০২) বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্রগ্রামে র‍্যাব – জলদস্যু বন্দুক যুদ্ধ : নিহত ০১, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার দুপুর ০২:৫৫, ৩০ আগস্ট, ২০১৯

মোঃ আনোয়ার, বাঁশখালী, চট্রগ্রামঃ চট্টগ্রাম বাঁশখালীতে র‍্যাব এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইরান (৩৫) ওরফে ইরান ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল সোয়া ০৮ টার দিকে র‍্যাবের সাথে জলদস্যুদের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১৩টি অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিহত ইরান পূর্ব চাম্বল এলাকার ইউপি সদস্য মো. সিরাজ ফকিরের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় সকাল সোয়া ৮টার দিকে র‌্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ইরান কুখ্যাত জলদস্যু। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির মতো মামলা রয়েছে বলে মেঘনা নিউজ-কে জানান ঘটনাস্থলে থাকা র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT