গৌরীপুরে স্থানীয় সরকারের রাস্তার গাছ কর্তন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ বৃহস্পতিবার রাত ০২:০৬, ৩১ মার্চ, ২০২২
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া বাজার থেকে (পদ্মা বিড়ির ফ্যাক্টরির পিছন) থেকে অবৈধভাবে স্থানীয় সরকারের রাস্তার ৬টি মেহগুনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার (৩০ মার্চ) তাঁতকুড়া বাজারের মূল রাস্তা থেকে পদ্মা বিড়ির ফ্যাক্টরি সংলগ্ন রাস্তাটি তাঁতকুড়া বাজার থেকে বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র এর বাড়ীর সামনে দিয়ে গ্রামে প্রবেশ করেছে। রাস্তাটির পাশে নতুন কারখানা নির্মাণের জন্য এ ৬টি বড় ও মাঝারী আকারের মেহগুনি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ৬টি গাছ যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আমরা জানি সরকারী রাস্তার গাছ। আমাদের বাপ দাদারাও এই রাস্তা দিয়ে চলাচল করেছে। রাস্তার কিছু জায়গা মালিকানা দখল করে ফ্যাক্টরি নির্মাণ করতাছে। যার কারণে গাছগুলো নাকি ফ্যাক্টরির।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে কারখানার ম্যানেজার মোশাররফ হোসেনের সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনটি ধরেননি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল কদ্দুস জানান, আমি অভিযোগটি পাওয়ার সাথে সাথে গাছ কর্তন বন্ধ করেছি। সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাস্তাটির সঠিক মাপ দিয়ে সমাধান করে দিলে গাছ কাটার পরামর্শ দিয়েছি।
সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) আবুল বাশার মো: আব্দুল হালিম জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন বলে তিনি জানান।
ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম জানান, এলাকার বাইরে থাকায় তিনি জানেন না। স্থানীয় ইউপি সদস্যকে এ বিষয়ে তিনি নির্দেশনা দেন।