ঢাকা (রাত ১০:২১) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে সিপিবি’র দুর্নীতিবিরোধী সমাবেশ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার দুপুর ০৩:১৫, ৭ জুলাই, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে দুর্নীতিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার পৌর শহরের কালীখলাস্থ কৃষ্ণচ‚ড়া চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে পৌর শহরে একটি দুর্নীতিবিরোধী বিক্ষোভ মিছিল করে দলটি।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুন-আল-বারী।

এ সময় সভাপতির বক্তব্যে কমরেড হারুন-আল-বারী বলেন, দুর্নীতি আমাদের দেশের বিষফোঁড়া।

তিনি আরো বলেন, দুর্নীতির কারণে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, দুর্নীতির কারণে বেকারদের কর্মস্থান হচ্ছে না, দুর্নীতির কারণে শ্রমিক আজকে দিশেহারা। যারা দেশ পরিচালনা করছে বা যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে তাদের দ্বারা দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতি মুক্ত রাজনীতি চাই, দুর্নীতি মুক্ত দেশ পরিচালনার পদ্ধতি চাই।

সিপিবি গৌরীপুর পৌর শাখার সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি ময়মনসিংহ জেলা শাখার সদস্য সুশান্ত দেবনাথ খোকন, সিপিবি গৌরীপুর শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য মজিবুর রহমান ফকির ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT