ঢাকা (রাত ১১:১৩) রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ধর্ষনের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার সন্ধ্যা ০৭:০২, ১০ অক্টোবর, ২০২০

সারাদেশে চলমান ধর্ষন-নিপীড়নের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুরের মধ্যবাজার কৃষ্ণচূড়া চত্বরে ১০ অক্টোবর (শনিবার) বিকাল ৪টায় গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ ও গৌরীপুর উপজেলা মহিলা পরিষদের যৌথ উদ্যোগে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি, প্রেসক্লাবের সভাপতি ও গৌরীপুর পাবলিক কলেজ’র অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ফকিরের সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ক্ষেতমুজুর সমিতির সভাপতি হারুন আল বারী, উপজেলা মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্না, গৌরীপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, উদীচী গৌরীপুর উপজেলা সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, উপজেলা যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান অনয়, সাবেক ছাত্রনেতা আরিফ আহাম্মেদ, গৌরীপুর লেখক সংঘের অর্থ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান, নারীনেত্রী ছাবিকুন্নাহার, মহিলা পরিষদের প্রচার সম্পাদক ও গৌরীপুর পৌর কাউন্সিলর শিউলি আক্তার, বাসদ উপজেলার নেতা আমিনুল ইসলাম, কবি সেলিম আল রাজ, সাংবাদিক রায়হান উদ্দিন সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বাংলাদেশে ধর্ষন-নিপীড়ন বন্ধে উপযুক্ত আইন তৈরী করে ও যথাযথ বাস্তবায়ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বা ফাঁসি কার্যকর করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান করেন এবং একটি ধর্ষনমুক্ত বাংলাদেশ গড়ারও আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT