ঢাকা (বিকাল ৫:৩৭) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে জেলা প্রশাসকের মত-বিনিময় অনুষ্টিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ১০:৪১, ২৩ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পাবলিক হলে মঙ্গলবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে মত-বিনিময় করেন।

উপজেলা প্রশাসন আয়োজিত মত-বিনিময়সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মাদ এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ম, নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খাঁন আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা স্কাউটের সম্পাদক দেওয়ান কামরুল হাসান কামাল প্রমুখ।

এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল পরিদর্শন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT