ঢাকা (বিকাল ৪:১৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৯০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

Exif_JPEG_420

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ১০:৫৮, ৩০ জুন, ২০২১

আমন ধানের উৎপাদন বাড়াতে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে স্থানীয় ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ডিকেআইবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ডা. হেলাল উদ্দিন আহমেদ, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, গৌরীপুর প্রেক্লাবের সদস্য-সচিব মশিউর রহমান কাউসার প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন জানান, এ উপজেলায় মোট ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন ২৩০ জন কৃষক এবং ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন ৪৬০ জন কৃষক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT