গৌরীপুরে উদযাপিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) সোমবার রাত ১০:৪৮, ১২ ডিসেম্বর, ২০২২
“শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ : প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীগণ। বঙ্গবন্ধু ডিজিটাল শিক্ষা ভবন হলরুমে মূল অনুষ্ঠান সম্প্রচার শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভ‚মি) মোসা: নিকহাত আরা, ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে ইউএনও হাসান মারুফ সকল কর্মকর্তাদের ডিজিটাল বাংলাদেশের সুফল নাগরিকদের নিকট পৌঁছে দেয়ার তাগিধ দেন।