ঢাকা (বিকাল ৫:২৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিকের উপর হামলা

গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিককের উপর হামলা

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock শুক্রবার দুপুর ০২:১৬, ৪ আগস্ট, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিককের উপর হামলার ঘটনা ঘটেছে।  উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী আলিম  মাদ্রাসায় এই ঘটনায় আহত ৪ সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন -মাইটিভি উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু, শাহিন আলম (সকলের খবর) ফরহাদ হোসেন ফিটুল  (আজকের জনগণ) ও আবু তারেক (সময়ের কন্ঠ)।
গুরুতর আহত সাংবাদিক শাহিন আলম জানান উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী দাখিল মাদ্রাসার নৈশ্যপ্রহরী রিপন কারাবন্দী থেকেও বেতন পাচ্ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে উক্ত মাদ্রাসায় যাওয়া হয়। মাদ্রাসা সুপার মিনহাজ উদ্দিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে তার নেতৃত্বে কারাবন্দী নৈশ্য প্রহরী রিপনের বাবাসহ অন্যান্য শিক্ষকরা হামলা চালিয়ে  এলোপাথাড়ি মারপিট করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ হেদায়েতুল ইসলাম জানান, আহত সাংবাদিকদের মধ্যে আবু তারেককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার এস আই প্রলয় কুমার বর্মা জানান, ঘটনাস্থলে থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এসময় অভিযুক্তদের পাওয়া যায়নি।এবিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে মাদ্রাসার সুপার মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত সাংবাদিকদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেন,থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ,পুলিশ পরির্দশক তদন্ত বুলবুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাসেল কবির প্রমুখ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT