ঢাকা (ভোর ৫:৫০) বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে বাসচাপায় চার জন নিহত

ঢাকা বিভাগ ২২১৬ বার পঠিত

তারিক আল মুরশিদ তারিক আল মুরশিদ Clock শনিবার রাত ০৯:১৭, ১৫ অক্টোবর, ২০২২

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় বাসচাপায় চার জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালের দিকে মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যান চালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), মাছ ব্যবসায়ী একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে সোহরাব (৩২) ও মাছ ব্যবসায়ী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩২)। দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের অপর এক পথচারীও আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে গাজীপুরে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানে ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আহত দুজনকে  উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় বসুমতি পরিবহণের বাসটি আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, হতাহতদের মধ্যে তিনজন মাছ ব্যবসায়ী। একজন ভ্যানচালকের সহকারী।

বাসন থানার ওসি মালেক খসরু দুর্ঘটনা ও বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করেছি। আরও একজনের মৃত্যুর কথা স্থানীয়রা জানলেও আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT