ঢাকা (রাত ৮:৪৫) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধা পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতলুবর জয়ী

তারিক আল মুরশিদ,গাইবান্ধা তারিক আল মুরশিদ,গাইবান্ধা Clock রবিবার রাত ০১:২৩, ১৭ জানুয়ারী, ২০২১

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতলুবর রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩০১ ভোট।

নারিকেল গাছ প্রতীকে মতলুবর রহমান ১২ হাজার ৩৯৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন) প্রতীকে পেয়েছেন ৭  হাজার ৯৭০ ভোট। আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩০১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল  আলম (মোবাইল ফোন) প্রতীকে ২ হাজার ৬৬৯ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আহসানুল করিম (চামুচ) প্রতীকে ১ হাজার ৯৭৪ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড) প্রতীকে ১ হাজার ৬৯২ ভোট। বিএনপির দলীয় প্রার্থী মোঃ শহিদুজ্জামান শহীদ (ধানের শীর্ষ) প্রতীকে ৯১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ মির্জা হাসান (জগ) প্রতীকে ৩৭৩ ভোট পেয়েছেন।

গাইবান্ধার পৌর শহরের ৯ নং ওয়ার্ডের পূর্ব কোমরনই ভোট কেন্দ্রে সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচন সংক্রান্ত সৃষ্ট জটিলতায় পুলিশ,র্যাব ও বিজিবির সাথে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী । সরকারি ৪ টি গাড়ীতে তারা আগুন লাগিয়ে দেয়।

এলাকাবাসীর তান্ডব প্রায় ১ ঘন্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এ ঘটনায় প্রাথমিকভাবে জানা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় কয়েকজন আহত হয়েছেন।

এদিকে সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে জাতীয় পাটির দলীয় প্রার্থী মোঃ আব্দুর রশিদ রেজা সরকার লাঙ্গল প্রতীকে ২ হাজার ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আব্দুল্লা আল মামুন নৌকা প্রতীকে ২ হাজার ৫৫৮ ভোট পেয়ে পরাজিত হন। স্বতন্ত্র প্রার্থী মোঃ খায়বর হোসেন সরকার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী গোলাম আহসান হাবীব মাসুদ সিংহ প্রতীকে ২ হাজার ৫৩০ ভোট। স্বতন্ত্র প্রার্থী শ্রীঃ দেবাশীষ কুমার সাহা মোবাইল ফোন প্রতীকে ৯৩৪ ভোট। বিএনপির দলীয় প্রার্থী আবু খায়ের মোঃ মশিউর রহমান ধানের শীষ প্রতীকে ২০০ ভোট।  স্বতন্ত্র প্রার্থী আল শাহাদৎ জামান জগ প্রতীকে ৪২ ভোট পেয়েছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT