ঢাকা (সকাল ৮:৪১) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:৪৪, ২৯ অক্টোবর, ২০১৯

তারেক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০১৯- ২২ এর অভিষেক অনুষ্ঠান আজ মঙ্গলবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।

সংগঠনের সভাপতি কাজী মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন নবনির্বাচিত দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু।

জেলা প্রশাসক আব্দুল মতিন ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত সকল কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সুষ্ঠভাবে জেলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সুতরাং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে মটর মালিক সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে নবনির্বাচিত কমিটির সদস্যরা এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনকল্যাণে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। তিনি সকলে মিলেমিশে জেলা ও দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২০ অক্টোবর জেলা মটর মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন আনন্দ, সাধারণ সম্পাদক এসএম নাজিবুর আমিন নান্নু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক নাপু, সাংগঠনিক সম্পাদক মো. খয়বার হোসেন সরকার, সড়ক সম্পাদক মো. কামরুল হাসান, অর্থ সম্পাদক খন্দকার ফজলুল করিম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু, প্রচার সম্পাদক মো. আব্দুল লতিফ, সদস্য মোছা. শাহজাদি বেগম ও মো. মশিউর রহমান রনক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT